বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং অ্যাকসিলেরেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকনোমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সারাদেশের সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, এএসএসইটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী জাহিদুল ইসলাম।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চারটি ট্রেডের প্রতিটিতে ৬ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ট্রেড থেকে ১ জন করে শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। পরে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা মনে করেন।