বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ বাড়ী উপহার পেলেন অসহায় মুক্তিযোদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ অবশেষে সেই অসহায় বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক, উপহার হিসেবে পেলেন সম্পূর্ণ নির্মিত একটি বাড়ি, তাও খুব দ্রুত সময়ের মধ্যে। উপহার’র বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত শেষে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার’র হাতে তুলে দিলেন জেলা প্রশাসক, মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ। সংবাদ প্রকাশের পর, অতি অল্প সময়ের ব্যবধানে, সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপনকারী অসহায় সেই বীর মুক্তিযোদ্ধা পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি সম্পূর্ণ প্রাস্তুতকৃত একটি বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র পক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে, শুক্রবার দুপুরের দিকে ১৩ শতক সরকারি খাস জমিতে তিনটি কক্ষ বিশিষ্ট নির্মিত এ বাড়ির চাবি তুলে দেন ঐ অসহায় মুক্তিযোদ্ধা পরিবার’র হাতে। এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা. উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমী শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার আশিস মমতাজ ও চন্দন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুনসহ অনান্যরা। এছাড়াও মুক্তিযোদ্ধার তিন ছেলেকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা সহায়তা প্রদান করাসহ, সেই সাথে তাদের আবাসনের জন্যও পৃথক উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। অপরদিকে, আগামীকাল শনিবার এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী জেলায় আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে ১ হাজার ৩১৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নসুরুদ্দিনের হাতে বাড়ির দলিল হস্তান্তর করবেন। এছাড়াও শনিবার জেলার ৫ উপজেলায় ১ হাজার ৩১৯টি নির্মিত গৃহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এর মধ্যে জেলার সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, গোমস্তাপুর উপজেলায় ৯৫টি, নাচোল উপজেলায় ২০০টি এবং ভোলাহাঁট উপজেলায় ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এই গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। টয়লেট ও রান্নাঘরসহ দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ’র শুশীল সমাজ ও সুবিধাভূগী জনগণের অধিকাংশই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com