বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট।
জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশিদের বোন পারভিন কবীর, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবীর, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের সহসভাপতি মারুফুল হক।
বক্তারা বলেন, গোলাম রশিদ শুধু একজন স্কাউটার ছিলেন না। তিনি ছিলেন একজন দক্ষ নেতা। ছিলেন সমাজসেবীও। তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে জেলায় স্কাউট কার্যক্রম গতি পেয়েছিল তাই স্কাউটস এগিয়ে গেছে অনেকদূর। তাঁকে আমাদের স্মরণে রাখতে হবে। স্কাউটসকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো পূরণ করতে হবে।
তারা আরো বলেন—সরাসরি সরকারি কোনো অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে,তার সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।