শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সেনা মালঞ্চে সশস্ত্র বাহিনীর আয়কর প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সেনা মালঞ্চে আগামী ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯- এর যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।আইএসপিআর জানিয়েছে, ওই আয়কর প্রদান কার্যক্রমে কর অঞ্চল-৯-এর আওতাধীন সশস্ত্র বাহিনী ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে।

উদ্ভূত কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত হবে না বিধায় সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য কর্তৃক নিরাপদে আয়কর জমাদানে সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম-২০২১-এর আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com