বিডি ঢাকা অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া হাই স্কুল মাঠে এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।
এই হেলথ ক্যাম্পে যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাচিপের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আগে স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডা. গোলাম রাব্বানী। পরে ফ্রি হেলথ ক্যাম্পে যোগ দেন তিনি।
সকাল ১০টায় হেলথ ক্যাম্পের আয়োজন শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। হেলথ ক্যাম্পে চিকিৎসা বিজ্ঞানের সব শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের ফ্রি ওষুধও দেয়া হয়।