নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে করোনার এই মহামারীর মধ্যে হাতকে জীবানুমুক্ত নিশ্চিতকরণের লক্ষ্যে ও জণসাধারণের পরিস্কার পরিচ্ছন্নতার কথা ও স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হয়েছে। ১৯ জুলাই সোমবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত তর্তিপুর গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ার এ বেসিনের উদ্বোধন করেন পৌরসভার ২নং প্যানেল মেয়র ও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল ইসলাম আজু। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাখওয়ার হোসেন শামীম, শিবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন, রাক্কু, রাসেলসহ অন্যরা। শেষে পৌরসভার ২নং প্যানেল মেয়র ও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল ইসলাম আজু সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং প্রশাসনের দেয়া নির্দেশনা পালন করতে আহবান জানান। – কপোত নবী।