বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

বাঁশের তৈরি আসবাব ব্যবহারে গুরুত্বারোপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের বন ব্যবস্থাপনা উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম।
প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন— সামাজিক বন বিভাগের রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান।
বন ব্যস্থাপনা উইংয়ের প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বনজ সম্পদ উইংয়ের প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের কাঠ সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান।
কর্মশালায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বন বীজতলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার, বাঁশের যোজিত পণ্য (কম্পোজিট প্রোডাক্টস), সেগুনের পাতাভোজী পোকা ও তার নিয়ন্ত্রণ, ভেষজ উদ্ভিদের ক্ষুদ্র বীজ হতে চারা উত্তোলন পদ্ধতি ও ব্যবস্থাপনা, বাঁশের যোজিত আসবাবপত্র, ঘরবাড়ি নির্মাণ, কঞ্চি কলাম পদ্ধতিতে বাঁশ চাষ, আগর কাঠ থেকে সুগন্ধি তেল নিষ্কাশনের উন্নত পদ্ধতি, এছাড়া বনতাত্ত্বিক মিউজিয়াম বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এখন পর্য়ন্ত ১০০টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তার মধ্যে ৫০টির মতো মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এর সুফলও মানুষ পাচ্ছে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহার না করে বাঁশের তৈরি আসবাবপত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com