বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ‘কোল কমিউনিটি লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈলঠা আদিবাসী আদর্শ বেসরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়।
উই-কলিফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডসের আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভ্যুলেশন (এনজিআর)।
এনজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— অস্ট্রেলিয়ার পরিদর্শক এলজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন— এনজিআর’র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম।
এসময় আরো উপস্থিত ছিলেন— ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম সুইটি, বিলবৈলঠা আদিবাসী আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোলসহ কোল সম্প্রদায়ের জনসাধারণ।