বিডি ঢাকা ডেস্ক
পরিবেশ রক্ষায় রোপণের জন্য ফুল, ফল, ভেষজ ও বনজ গাছের চারা পেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জের বন্ধুরা এসব গাছের চারা বিতরণ করেন। রবিবার দুপুরে এ বিদ্যালয়ের ২৫০ শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয় বন্ধুসভার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ্ উলফাৎ অর্পিতা, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু রামিজ আহমেদ অন্তর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুইশ র্মুমু, সাঈদ মাহমুদ, উম্মে কুলসুমসহ অন্যরা। গাছ বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, মাসরুফা খাতুন ও সৈয়দ নাফিউল হাসান।
এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষনিধন রোধ করতে হবে। গাছ আমাদের অক্সিজেনসহ বেঁচে থাকার নানা উপকরণ দেয়। তাছাড়া বাড়িতে কয়েকটি ফলের গাছ থাকলে পুষ্টির চাহিদা পূরণ হবে।