বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদে গ্রামআদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ। সভা পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সমন্বয়কারী মো. নুরুজ্জামান।
প্রধান অতিথি মো. হারুন-অর-রশিদ বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অন্যতম মাধ্যম। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে জনগণকে হয়রানি ও সময়ের অপচয় থেকে রক্ষা করা আমাদের লক্ষ্য। গ্রাম আদালতকে আরো কার্যকর ও জনবান্ধব করতে হলে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের সভার মাধ্যমে আমরা সেই সচেতনতা তৈরির চেষ্টা করছি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বারঘরিয়া ইউনিয়ন পরিষদের পেশকার মো. আল আমীন, ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, আব্দুল মালেক, আফজাল হোসেন, সবুজ মিঞা, সেমাজুল ইসলাম, সুলেখা বেগম ও নাসরিন বেগম পপি।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজসেবক, এনজিও প্রতিনিধি, গৃহিণী, কৃষক, সর্বস্তরের জনগণ ও গ্রামপুলিশের সদস্যরা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা, আইনগত জ্ঞান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন এবং এই কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানান বক্তারা।