বিডি ঢাকা ডট কম নিউজঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ৩৬৮ জন উপকার ভোগীদের মাঝে দুই মাসের জন প্রতি ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
মঙ্গলবার ওই চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈনুল হক, ট্যাগ অফিসার মাহমুদুল হাসান, ইউপি সচিব নির্মল কুমার, সকল ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনি সম্পাদক ফারুক আহমেদ সহ অন্যান্যরা।
চেয়ারম্যান মঈনুল হক বলেন- এই ভিজিডি কার্ড এর চাউল দু:স্থ মহিলাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার দিয়েছেন। এই ভিজিডি কার্ডের চাউল আমি বা আমার কোন মেম্বার দেই না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
উপকার ভোগীদের অনেকেই জানান, আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভাল মানুষ। চেয়ারম্যান মঈনুল আমাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে আমাদের খোঁজ খবর রাখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া করি। তিনি দির্ঘজীবি হোক।