ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (৫.১১.২১) শুক্রবার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম। পূর্ণাঙ্গ কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হয় বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও কৃষক নেতা আব্দুল করিম বিশু। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল করিম বিশু জানান, আমি তৃণমুলের মানুষের সাথে কাজ করি। বিশেষ করে কৃষকদের নিয়ে কাজ করে আসছি। আর এবার আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিয়ষক সম্পাদক হয়েছি। কৃষকদের সমস্যা তুলে ধরে দলের জেলা কমিটির সাথে যোগাযোগ করে কৃষক ভাইদের সমস্যা সমাধানে কাজ করবো। শুধু দলেরই নয় সব কৃষকদের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করবো।