বিডি ঢাকা ডেস্ক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজনৈতিক ও সামরিক নেতাদের এক বৈঠকে এ অভিযানের অনুমতি দেন বলে জানা গেছে।
যদিও প্রধানমন্ত্রী বা সামরিক বাহিনী কেউই এই অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। একের পর এক হামলার পর চীন তার নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ পদক্ষেপ নিতে পাকিস্তানকে চাপ দিচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানে যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার পরিকল্পনা প্রকাশ করেছে।
পাকিস্তানের এই পরিকল্পনায় চীনের জড়িত থাকার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সরাসরি মন্তব্য না করে বলেন, উভয় দেশের উপকারের জন্য বাস্তব সহযোগিতা গভীর করতে ইচ্ছুক বেইজিং।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান প্রদেশ ও বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইরান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, সামরিক অভিযান বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং অন্যান্য নিষিদ্ধ গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হবে, তবে এটি কখন শুরু হবে তা স্পষ্ট নয়।
বিএলএ দীর্ঘদিন ধরে ইসলামাবাদ থেকে স্বাধীনতার জন্য একটি সশস্ত্র বিদ্রোহ চালিয়েছে। প্রদেশের গ্যাস ও খনিজ সম্পদের অন্যায়ভাবে শোষণ করছে বলে দাবি করে সরকারের বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে বড়।
৯ নভেম্বর বিএলএ’র একজন আত্মঘাতী বোমা হামলাকারী কোয়েটার একটি জনাকীর্ণ ট্রেন স্টেশনে নিজেকে উড়িয়ে দেয়, এতে সৈন্য, পুলিশ ও বেসামরিক নাগরিকসহ ২৬ জন নিহত হয়।
সম্পদ সমৃদ্ধ বেলুচিস্তান, অসংখ্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আবাসস্থল, দেশের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ এবং আফগানিস্তান ও ইরানের সীমান্তে রয়েছে।