বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ মে ২০২২ তারিখ আনুমানিক রাত ০২৪৫ ঘটিকায় আজমতপুর
বিওপির নাঃ সুবেঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকার এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮০/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থানে
অভিযান পরিচালনা করে মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত শমসের আলী, গ্রাম-তেলকুপি, ডাকঘর-
মোল্লাটোলা, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ভারতীয় ৯২ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল
ফোন, ০১টি সীম কার্ড এবং ০১টি মেমোরী কার্ডসহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে
(১) রজিবুল (৩০), পিতা-তোরাব আলী, (২) আসাদুল (৩২), পিতা-রফিক, (৩) রুহুল (৩০), পিতা-আনারুল,
উভয়ের গ্রাম-আজমতপুর বাগিচাপাড়া, (৪) জলিল (২৫), পিতা-এমাজ উদ্দিন, গ্রাম-আজমতপুর হুদমাপাড়া,
(৫) সরোয়ার (৩০), পিতা-এজাবুল, (৬) লাল বাবু (২৫), পিতা-কফুল, উভয়ের গ্রাম-তেলকুপি, সকলের
ডাকঘর-মোল্লাটোলা, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিল,
মোবাইল ফোন, সীম কার্ড এবং মেমোরী কার্ড এর সিজার মূল্য-৩৮,২০০/- (আটত্রিশ হাজার দুইশত)
টাকা। আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামালসহ ধৃত ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।