বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১৭ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় চাকপাড়া বিওপির
নায়েব সুবেদার ইয়ারুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩
মেইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় নামো চকপাড়া নামক স্থানে
০১জন চোরাকারবারীকে দেখতে পায়। টহল দল তাকে ধাওয়া করলে ০১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে
পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ভারতীয় ২৭৭০ পিস ইয়াবা
আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য-৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার)
টাকা। আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।