নিজস্ব প্রতিনিধিঃ
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ২৩৪০ ঘটিকায় তেলকুপি
বিওপির নায়েক মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
১৮০/৪-এস হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রাম নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৪ বোতল বিদেশী মদ এবং ১৯৫ পিস ইয়াবা আটক করতে সক্ষম
হয়। আটককৃত বিদেশী মদ এবং ইয়াবা এর সিজার মূল্য-৬৪,৫০০/- (চৌষট্টি হাজার পাঁচশত) টাকা। আটককৃত
বিদেশী মদ এবং ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩৩০ ঘটিকায়
সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮৫/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল বিদেশী মদ এবং ৩৫ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়। আটককৃত বিদেশী মদ এবং ফেন্সিডিল এর সিজার মূল্য-৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা।
আটককৃত বিদেশী মদ এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৩। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০২৩০ ঘটিকায় চকপাড়া
বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৪/৩-এস হতে আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী মাঠ নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ১৫৫ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর সিজার
মূল্য-৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
৪। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।