শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন শুরু, চলবে ৯ অক্টোবর পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে জেলা প্রাণিসম্পদ অফিস এই ক্যাম্পেইনের আয়োজন করেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরঅনুপনগরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আব্দুল বাদী বাদশা, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামানসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, পিপিআর রোগটি মূলত ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। বিংশ শতাব্দীর চল্লিশের দশকে পৃথিবীতে এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা গেলেও নব্বইয়ের দশকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই রোগ প্রথম দেখা দেয়। এই রোগে ছাগল ও ভেড়ার মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ, ফলে প্রতিবছর বিপুল পরিমাণ ক্ষতি হয়। এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছাগল ও ভেড়া পালনকারীদের মধ্যে সচেতনতা জরুরি। এই রোগের লক্ষণসমূহ হলোÑ ছাগল ও ভেড়া পিপিআর রোগে আক্রান্ত হলে ঝিমায় ও খাওয়া-দাওয়ায় অরুচি দেখা দেয়, জ্বর হয়, যা শরীরের তাপমাত্রা ১০৭-১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পায়, নাকে, মুখে ও চোখে পানির মতো তরল পদার্থ ঝরে, মুখের ভেতর চোয়ালে-মাড়িতে ও জিহ্বায় ঘা হয় এবং জিহ্বার গোড়া ফুলে যায়, ছাগল পিঠ বাঁকা ও মুখ নিচু করে থাকে, পরবর্তীতে নাক বন্ধ হয়ে যায় ও শ্বাসকষ্ট হয় এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ রোগে আক্রান্তের কয়েকদিন পরে রক্তমিশ্রিত ও দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা ও পানিশূন্যতা দেখা দেয় এবং ছাগল বা ভেড়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যায়।
এর হাত থেকে ছাগল ও ভেড়াকে বাঁচাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী গতকাল শনিবার থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে প্রতিটি জেলা উপজেলায় বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি সরকারের এই উদ্যোগের কথা তুলে ধরে বলেনÑ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাত আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশে^র দরবারে স্বীকৃত। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। তা না হলে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com