বিডি ঢাকা ডেস্ক
পাকিস্তান পেট্রলিয়াম লিমিটেড (পিপিএল) জানিয়েছে,পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার শাহ বন্দর ব্লকে বিপুল খনিজ তেলের ভাণ্ডারের হদিশ মিলেছে।
দেশের স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক ১৫০ ব্যারেল তেল তোলা যাবে নতুন ওই ভাণ্ডার থেকে।
শাহ বন্দর ব্লকে প্রতি বর্গইঞ্চি জায়াগায় ২৮০০ পাউন্ড প্রাকৃতিক গ্যাস জমা রয়েছে। উত্তোলনের পর সেই গ্যাস সুজাওয়াল সংশোধনাগারে পাঠানো হয় পরিশোধনের জন্য। এরপর তা পাঠানো হয় সুউ সাদার্ন গ্যাস সংস্থায়। তারপর তা গোটা দেশে সরবরাহ করা হয়। শাহ বন্দর ব্লকের ৬৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে পিপিএল-এর, ৩২ শতাংশ মারি পেট্রোলিয়াম, ২.৫ শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে সিন্ধ এনার্জি এবং একটি বেসরকারি সংস্থার।
বিশ্লেষকরা বলছেন, বিপুল এই খনিজ সম্পদ প্রাপ্তিতে বদলে যেতে পারে পাকিস্তানের অর্থনীতি।