
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া।
উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ আরো অনেকে।
সভায় মানসিক স্বাস্থ্য নিয়ে মাল্টিমিডিয়ায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান শাহীন।
কর্মসূচিতে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।