টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ফসলি জমির মাটি কেটে সিরামিক কারখানায় নেয়ার পথে মাটি ভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুরের দিকে মধুপুরের পৌর এলাকার মধুপুর-পিরোজপুর রাস্তার আতিক সীড কোম্পানি সংলগ্ন জটাবাড়ী ফাটাকুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুড়াগাছা ইউনিয়নের পিরোপুরের বিভিন্ন এলাকা থেকে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ফসলি জমির মাটি কেটে সিরামিক কারখানায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার করেও কোন কাজ হয়নি। কয়েকদিন বৃষ্টি থাকায় মাটি নিতে সমস্যা হয়েছে। কিন্তু দুদিন বৃষ্টি না থাকায় সকালে মাটি ভর্তি কয়েকটি ট্রাক মাটি নেয়ার সময় একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এতে তাৎক্ষণিকভাবে কেহ হতাহত হয়নি।