সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ :ভারতের গুজরাটে করোনাভাইরাস (কোভিড-১৯) বিশেষায়িত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন রোগি মারা গেছেন।
ভারতরীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে রাজকোটের উদয় শিবানন্দ নামক ওই হাজপাতালে শুক্রবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে: অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় আরও ৩০ জন রোগিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার পরপরই গুরাটের মূখ্যমন্ত্রী বিজয় রূপাণী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার ব্রিগেডের পক্ষে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে: খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ৩০জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর মারা গেছেন ২ জন।