বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি
ফাইল ফটো

অনলাইন নিউজ: ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আগামী ফেব্রুয়ারি মাসে বসতে যাচ্ছে টি২০ বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (৪ জানুয়ারি) এক ই-মেইল বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলংকায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখবে বিসিবি।

টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলংকায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি লিখবে বিসিবি। বিসিবি পরিচালকদের জরুরি অনলাইন সভায় রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম বলেন, “আলাদা করে কাউকে বলতে চাচ্ছি না। খুব দ্রুতই একটি প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানানো হবে।”

আগের রাতেও ব্যাপারটি নিয়ে বোর্ড পরিচালকদের আলোচনা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, আইসিসিতে চিঠি দিয়ে নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়া হবে। খুব কঠিন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষেই মত ছিল বোর্ড পরিচালকদের। তবে সরকারের কঠোর অবস্থানের পর বিসিবির সিদ্ধান্ত বদলে যায় বলে জানা গেছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জের ধরে এই সিদ্ধান্ত এলো বিসিবির। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানান ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। ফ্র্যাঞ্চাইজিটি পরে দল থেকে ছেড়ে দেয় মুস্তাফিজকে।

এরপরই প্রশ্ন উঠতে থাকে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে লিখেন,”বোর্ড যেন (আইসিসিকে) জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”

বোর্ড পরিচালকরা অবশ্য নানা পারিপার্শ্বিকতা ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভেন্যু সরানোর দাবি বিসিবির চিঠিতে থাকবে না, তবে শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে বদল এলো তাদের সিদ্ধান্তে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও এর আগে এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তান সফরে যায়নি বলে এখন পাকিস্তান দলও ভারতে খেলতে যায় না। টি২০ বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ তাই রাখা হয়েছে সহ-আয়োজক শ্রীলংকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com