বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমশিনার (ভূমি) মোসা. আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার অফসিার ইনর্চাজ সুমন কুমারসহ অন্যরা।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।