বুধবার, ০১ মে ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন পবা থানায় ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার শহীদ কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ৫ দশকের সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী বাঘায় অগ্নিকান্ডে পুড়ে খোলা আকাশের নিচে দুই পরিবার বাঘায় পানির সংকট নিরসনে স্কুল শিক্ষক রতনের ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চাঁপাইনবাবগঞ্জ গণতন্ত্র ও রাজনৈতিক চরম সংকটে বাংলাদেশ সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূর সেচ সংকট না থাকায় চাঁদপুরে ৬৩ হাজার হেক্টরে বোরো আবাদ

মকর সংক্রান্তির পূর্ণ্যলগ্নে মহা স্নানযাত্রা ও বিশ্বাসের তীর্থ গঙ্গাসাগর মেলা ২০২১ এর পরিসমাপ্তি

সত্যনারায়ন সিকদার,কলকাতা থেকে
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

সত্যনারায়ন সিকদার,কলকাতা থেকে : মকর সংক্রান্তির পূর্ণ্যলগ্নে মহা স্নানযাত্রা ও বিশ্বাসের তীর্থ গঙ্গাসাগর মেলা ২০২১ এর পরিসমাপ্তি ঘটল গঙ্গাসাগর মেলার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে || সত্যনারায়ন সিকদার, গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পূর্ণলগ্নে মহা স্নানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটলো গঙ্গাসাগর মেলার | ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা গঙ্গাসাগরের পূর্ণ স্নানের পর অনেকটা ভারাক্রান্ত মনে ফিরে চলেছে নিজের গন্তব্যস্থলে | আবার একটা বছরের প্রতীক্ষা | পূণ্যভূমি থেকে বিদায় নিতে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলা থেকে ছুটে আসা মানুষও | এমনই কলকাতা থেকে আসা কয়েকজনের সঙ্গে কথা হলো আমাদের, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী সুদীপ দেব ও তার সঙ্গী গোপাল সাহা, সুশান্ত ধর এবং সায়ান চাটার্জী, শ্যামল কর, ডক্টর বাবলু বর্মন, ডঃ শিশির সাহার সঙ্গে | তারা শুধু পূর্ণস্নান করতেই মহা পুন্য ভূমিতে আসেনি, সাথে সাথে মানুষের সেবায় নিয়োজিত ছিল দিবা রাত্র | তবে করোণা আবহের জন্য বিগত বছরের তুলনায় এ বছর মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম | তবে সমস্ত জায়গায় পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো | যেহেতু করণা কাল তাই ই-স্নানের ব্যবস্থা করেছিল প্রশাসন | নিরাপত্তার ঘেরাটোপ প্রথম দিনের তুলনায় কিছুটা হলেও শিথিল করা হয়েছে | যে সমস্ত সমাজসেবী সংগঠন এই কদিন নিঃস্বার্থভাবে দিনরাত সেবা করেছেন পূণ্যার্থীদের, তারাও আজ ভারাক্রান্ত মনে, একরাশ তৃপ্তির হাসিতে বিদায় নিতে শুরু করেছে | নিরাপত্তারক্ষী থেকে শুরু করে দমকল বাহিনী, জল কিংবা আকাশ বাহিনী প্রশাসনের প্রত্যেকটা দপ্ততর, তারা নিজের নিজের দায়িত্ব পালন করে চলেছেন | এদিনের সাংবাদিক সম্মেলনে কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সমাজসেবী সংগঠন দের যেমন প্রশংসায় ভরিয়ে দেন, তেমনি সরকারী প্রশাসনিক দায়িত্বে থাকা বিভিন্ন বিভাগ কেও প্রশংসা করতে কার্পণ্য করেননি | সুব্রত বাবুর কথায়, বর্তমান কোভিদ পরিস্থিতিতে আদালতের সমস্ত নির্দেশ মেনে “সাগর মেলা২০২১” তারা সফলভাবে করতে পেরেছেন এবং আগামী দিনে আরো সুন্দরভাবে মেলা পরিচালনা করবেন বলে তিনি আশা করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com