মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে থাকা আমানত শাহকে উদ্ধার করা হলে বার্জ দিয়ে টেনে সোজা করা হবে। তবে ফেরিটিকে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এদিকে ডুবে থাকা ফেরিটি উদ্ধার করতে যোগ দিচ্ছে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ বলেন, ফেরিটি বার্জ দিয়ে টেনে সোজা করা হবে। আর আগামীকাল সকালে ডুবুরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছাবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশনা দিয়েছে।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ফেরিটি উদ্ধারের পর এটা নিয়ে কি করা হবে, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাইব। আর এখনো এটা সংস্কার করার সিদ্ধান্ত হয়নি। কিন্তু ফেরিটির অনেক বয়স হয়েছে। এখন এটা সংস্কার করলে কত দিন চালবে, তা বলা যাচ্ছে না।
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ফেরি আমানত শাহকে নিলামে বিক্রি করে দেয়া হতে পারে বলেও জানান তাজুল ইসলাম।
বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয় রো রো ফেরি শাহ আমানত। পদ্মা পার হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সেটি কাত হয়ে নদীতে উল্টে যায়।