নিজস্ব সংবাদদাতা : মালিবাগের ম্যান হাটন টাওয়ারের করিডোর গেট বন্ধ করে অবৈধ ভাবে দোকান তৈরী করে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সর জমিনে গিয়ে দেখা গেছে যে মালিবাগের ম্যান হাটন টাওয়ারের উত্বর করিডোরের গেট বন্ধ করে অবৈধ ভাবে দোকান তৈরী করে দোকান ভাড়া দিয়েছেন ওই টাওয়ারের ম্যানেজার রানা।টাওয়ারের মালিক আবু সুফিয়ান ও ইউনুষ দেশের বাইরে ( এ্যামেরিকাতে) থাকেন, ম্যানেজার রানার প্ররোচনাই টাওয়ারের মালিক ইউনুষ টাকার লোভে পড়ে অবৈধ ভাবে ডিড এর চুক্তিপত্র সই করেন।এবং করিডোরের পাশে এস.আর টেলিকোম এর পজিশন ক্রয়কৃত দোকানের একটি সাটার জোর পুর্বক খুলে ওয়াল করে নতুন দোকানের জণ্যে বন্দ করে দেয়।ম্যান হাটন টাওয়ারের করিডোর গেট বন্ধ করে অবৈধ ভাবে দোকান তৈরী করে ৫ লাখ টাকা অগ্রিম নিয়ে মাসিক ১৮ হাজার টাকা মাসিক ভাড়া তে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। এতে করে আশে পাশের অনান্য দোকান্দার দের অনেক সমস্যা হচ্ছে। এর আগে প্রায় ১৫ বছর আগে ঐ টাওয়ারে ভয়াবহ আগুন লেগে টাওয়ারের দোকানের অনেক খয়খতি হয়েছে।