বিডি ঢাকা ডেস্ক
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। তারই ধারাবাহিকতায় জেলার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর প্রায় ৫৫ কেজি ইলিশ জব্দ করেছে।
মঙ্গলবার শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা মাছ শিবগঞ্জের সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ অন্যরা।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ রয়েছে। এসময়ের মধ্যে কেউ ইলিশ ধরতে পারবে না।