চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : মূল্যতালিকা দেখে পণ্য ক্রয় করুন। অদ্য ১০ জানুয়ারি ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নের্তৃত্বে নাচোল উপজেলায় মনিটরিং চালানো হয়। মানুষের বেঁচে থাকার জন্য এমন কিছু খাদ্য উপাদান রয়েছে যেগুলো প্রতিদিন গ্রহণ করতে হয়। আর এই খাদ্য পণ্যগুলোর মূল্যও প্রতিদিন কমবেশি পরিবর্তন হয়। কিছু খাদ্যপণ্য আছে যেগুলো প্যাকেটজাত হিসেবে বিক্রি হয় এবং গায়ে মূল্য দেয়া থাকে। কিন্তু অনেক খাদ্যপণ্য আছে যেগুলো ওজন করে বিক্রি হয়। তাই এসব পণ্য বিক্রির জন্য দোকানে মূল্যতালিকা প্রদর্শনের বাধ্যবাধকতা আছে। নাচোল উপজেলার মধ্যবাজারে অভিযানে দেখা যায় মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ মানা হচ্ছে না। উক্ত সময় ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৫,০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোক্তাদেরকেও সচেতন হতে হবে যেন তারা মূল্যতালিকা দেখে পণ্য ক্রয় করেন। উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব কোবাদ আলি ও সরওয়ার জাহান সজল। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন নাচোল উপজেলার একটি চৌকস পুলিশ টিম। এধরণের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।