বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

মেমারিতে পদযাত্রা ও সভা, কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বাংলার দুই এমপি

সত্যনারায়ন শিকদার , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, বর্ধমান জেলা :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

সত্যনারায়ন শিকদার , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, বর্ধমান জেলা : বিধানসভার ভোট দোরগোড়ায় আর এই ভোট কে পাখির চোখ করে প্রত্যেক দলই তার নিজের নিজের গুটি সাজাতে ব্যস্ত | প্রত্যেকদিনই রাজ্যের কোথাও না কোথাও সভা মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল | কয়েকদিন আগে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কাটোয়ায় এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সেড়ে সভাস্থলে গেছিলেন | আজ কিন্তু মেমারি বিধানসভায় রাজ্যের দুই এমপি দুটি কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সাড়লেন | আজ ঝাড়গ্রামের এমপি কোনার হেমরম বাগিলা অঞ্চলের 26 নম্বর জেলাপরিষদের যুব সভাপতি বিট্টু মহন্তের ব্যবস্থাপনায় পবিত্র সিংয়ের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করেন | অপরদিকে 26 নম্বর zpর দুর্গাপুর অঞ্চলের যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে গেলেন রানাঘাটের এমপি জগন্নাথ সরকার | জননেতা ভীষ্মদেব ভট্টাচার্য, 26 নম্বর সভাপতি সুশীল রায় ও বেশ কিছু নেতাকর্মী | বিজেপির কর্মী-সমর্থকেরা ফুলের মালা পরিয়ে তাদের কে বরণ করে আতিথিয়তা জ্ঞাপন করেন | কী কী থাকছে সেই মধ্যাহ্নভোজে? জানা গিয়েছে, সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে | মেনুতে থাকছে, ভাত, ডাল,শাক, সবজি, বেগুন ভাজা, কচু শাক, আলু পোস্ত ,ছোলা পনির, শেষ পাতে ছিলো চাটনি ও দই | এর আগেও রাজ্যে এসে একইভাবে আদিবাসী, মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ | যা নিয়ে পরে কটাক্ষ করতে দেখা গিয়েছে শাসক তৃণমূলকে | এর পর দুজনেই মধ্যাহ্নভোজের পর মেমারি নগরে পদযাত্রায় সামিল হন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com