ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রফিকুল ইসলাম রিপন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বুধবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন, ১০ আগস্ট ওই কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে কিশোরী মেয়েকে ধর্ষণ করে বাবা রিপন। বিষয়টি মেয়ে লজ্জা ও ভয়ে কাউকে কিছু বলেনি। পরে ১৩ সেপ্টেম্বর আবারও মা বাড়ি না থাকার সুযোগে ধর্ষণচেষ্টা করেন রিপন। পরে ওই কিশোরী তার মাকে বিষয়টি জানালে থানায় মামলা করেন।