বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রহনপুরস্থ রায়হান ফিলিংস স্টেশনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার-পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন। এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়া নির্বাচনসহ অন্যান্য সময়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেনÑ শফিকুল ইসলাম, নাহিদ ইসলাম, আল-মামুন বিশ্বাস, নুর মোহামেদ, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, সালাম তালুকদার, আলাউদ্দিনসহ আরো অনেকে।