বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ার-টেবিল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।
বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মজলু মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল ইসলাম মুকুল, মকবুল হোসেন, আইনাল হক, রুমেসা বেগম, ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মোরসালিন প্রমুখ।
এল জি এস পি বরাদ্দ থেকে ইউনিয়নের মোট আট টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই টি চেয়ার একটি টেবিল শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়।