রাজধানীর পূর্ব রামপুরায় বাসচাপায় এক ছাত্র নিহতের ঘটনায় অন্তত ছয়টি বাসে আগুন দেওয়া হয়েছে। ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন দেওয়া হয়। লাশ এখনো উদ্ধার করা হয়নি। মূমূর্ষু অবস্থায় অভিযুক্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে। ছয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত ছাত্রের নাম মাঈনুদ্দীন। তিনি স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
তারা জানান, বাসের চাপায় ওই শিক্ষার্থীর দেহ একেবারে পিষে যায়। পরে উত্তেজিত জনতা গ্রিন অনাবিলের বাসটিসহ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিতে শুরু করে।
রামপুরা থানার এসআই তাপস কুমার জানান, রাত ১০টার দিকে সড়কে বাসের চাপায় এক তরুণের নিহত হওয়ার খবর পেয়ে থানার কর্মকর্তারা সেখানে গেছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমে কথা বলে জানা গেছে, বাসে আগুন দেওয়ার ঘটনাটি জানার পরই তাদের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।