নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় ২৯ জনের কাছ থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার(১৩ জুন) লকডাউনের তৃতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করে জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়,রবিবার লকডাউনের দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় ২৯ জনকে জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।