নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ এক শীর্ষ অস্ত্র ব্যবাসায়ীকে আটক করা হয়েছে। র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৭ এপ্রিল )রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় র্যাব-৫,রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে ৩ টি বিদেশী পিস্তল,৭ টি ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (২৫) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে আটককৃত ব্যক্তি স্বীকার করেছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।