অনলাইন নিউজ : আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
এদিক, করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। যা আগামী ১৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় সারা দেশে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সরকার।