রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জেলার নওহাটা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নওহাটা সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে শহরের সকল সুবিধা পৌছে দিতে ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্প ঘোষণা করেছেন। গ্রামীণ জনপদের মানুষের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে, নিজস্ব অর্থে পদ্মা সেতু করছি, দেশের মাথাপিছু আয় বেড়েছে, এমনকি করোনাকালেও ভারতের চেয়ে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের কারণে ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আগামী ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবো।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। নওহাটা পৌরসভার সচিব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন নওহাটা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি মো. আবু সালেহ, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি মো. রমজান আলী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন। পবা উপজেলা যুবলীগ সভাপতি মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. তৌফিক ইসলাম, নওহাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আশরাফ আলী দেওয়ান, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, নওহাটা পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন ভুলু, আজিজুল হক, মাসুদ পারভেজ, নাজিমুদ্দিন মোল্লা, মোখলেছুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, আবু সুফিয়ান শেখ, হাবিবুর রহমান, আফতাব উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম প্রমুখ।