বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় ১৭৫ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন বলে র্যাব জানিয়েছে। গত রবিবার বিকেল ৫টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত টিপু সুলতানের ছেলে মো. সোহেল আলী (৩২) ও মৃত একরামুল হকের ছেলে মো. রিমন আলী (২৮)। গত রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব আরো জানায়, গত রবিবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হুজরাপুর এলাকায় একটি মাদকের চালান সরবরাহ করার সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল সেখানে অবস্থান নিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।
এসময় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা মোটর সাইকেল থামিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু র্যাবের আভিযানিক দল তাদের ধরে ফেলে। তাদের দেহ তল্লাশী করে পাঞ্জাবির পকেটে একটি টিস্যু কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে পূর্বেও হত্যা, মাদক এবং বিস্ফোরকসহ আটটি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।