বিডি ঢাকা অনলাইন ডেস্ক: মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকা থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা সুন্দরপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবুল কালাম (৩৯)। র্যাব এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৪ জুন দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের রাস্তার উপর কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৯৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসহ মোঃ আবুল কালাম কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।