বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার মজিবুর রহমানের ছেলে মো. জাহির (৩৮) ও সদর উপজেলার উপজেলার চরইসলামাবাদ গ্রামের মো. মোতাজুল ইসলামের স্ত্রী মোসা. জোসনারা বেগম (৪২)।
পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে মো. জাহিরের বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রির সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাহিরকে আটক করা হয় এবং তার কাছে থেকে ৩৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দিয়ে তাকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার চরইসলামাবাদ গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মাদক ক্রয়-বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে— এমন সংবাদ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে এক কেজি গাঁজাসহ জোসনারাকে গ্রেপ্তার করা হয়।