বিডি ঢাকা অনলাইন ডেস্ক: মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩৯০ পিচ নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। রাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রাম পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৩৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন- একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কালিগঞ্জ সরদারটোলার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৫৮)কে হাতেনাতে আটক করে। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।