মোঃ হারুন অর রশিদঃ পৃথক দুটি অভিযানে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। প্রথম অভিযানে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অাজ (১২ ডিসেম্বর ২০২১) ইং তারিখ সকাল ১১:১৫ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ তহুরুল ইসলামের বাড়ীর সামনে আমবাগানে কোম্পানী উপ-অধিনায়ক এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম হেরোইন সহ মোঃ মুশফিকুর রহমান ওরফে অমিত হাসান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তি জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়েন ৮ নং ওয়ার্ডের গোটাপাড়া এলাকার মোঃ ফাইজুদ্দিননের ছেলে। অপর অভিযানে, একই দিনে বিকাল ৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী (নাওদাড়া) গ্রামস্থ জনৈক মামুন এর বরই খেতের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার পুলের উপর অপারেশন পরিচালনা করে ৯৯০ গ্রাম হেরোইন সহ মোছাঃ সাঞ্জু আরা টগর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ব্যক্তি রাজশাহী জেলার কাটাখালী থানাধীন মাসকাটা দিঘী গ্রামের মৃত আসাদ আলীর মেয়ে। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।