বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পরে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু মঞ্চে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞা, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা।