বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ সুভাস ভকত (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার কানসাটের নয়ন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার ফাষ্টো ভকতের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ র্যাবের একটি দল রাতে কানসাট ইউনিয়নের নয়ন ফিলিং স্টেশনের পাশে বাচ্চু মিস্ত্রির গ্যারেজ সংলগ্ন জনৈক আফসার আলীর আমবাগানে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ সুভাস ভকতকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।