বিডি ঢাকা ডেস্ক
সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই দুটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ ও সার্ভেয়ার আবদুল হাকিমসহ সরকরি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।