বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের কর্মস্পৃহা উদ্বুদ্ধকরণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, আম উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব এবং ইসমাইল হোসেন খান শামীমসহ অন্যরা।
সভায় নারী উদ্যোক্তাদের কর্মস্পৃহায় উদ্বুদ্ধকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
মতবিনিময় শেষে এক বছরের জন্য নারী উদ্যোক্তাদের কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে তাসলিমা খাতুনকে সভাপতি ও দিলনাজ খানমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।