শিবগঞ্জ প্রতিনিধিঃ ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। ১২ই ডিসেম্বর (রবিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, রেজওয়ানুল কবির, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, উপজেলা সহকারী প্রোগ্রামার আসিফ আহমেদ, পাঠ উন্নয়ন অফিসার তোয়াব হোসেনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সভাপতির বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ শুধু রাষ্ট্রের নয়, ১৮ কোটি মানুষের। ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। ডিজিটাল প্রযুক্তি কল্যাণে দেশের জনগণ করোনা মহামারীতেও সংযুক্ত থাকতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত, সরবরাহ ব্যবস্থা এমনকি বিচারিক কাজ সচল রাখা সম্ভব হয়েছে। রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ এক অনন্য রূপক যা দেশে ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে প্রায় ১৩ কোটি। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তি রীতিমতো বিস্ময়কর। অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটিএম কার্ড ব্যবহার শুধু ক্যাশলেস সোসাইটি গড়াসহ ই-গভর্মেন্ট প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে তাই ডিজিটাল বাংলাদেশ এর গুরুত্ব অপরিসীম।