বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি)র পৃথক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার জিকে ফাউন্ডেশনের আয়োজনে এতিম, অসচ্ছল ও অসহায়দের সম্মানে পিঠালীতলা উচ্চ বিদ্যালয় মাঠে জিকে ফাউন্ডেশন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার।
একই সময় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত উপজেলার সকল সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা, সভাপতি, গ্রাম কল্যাণ স্বেচ্ছাসেবক, ওয়ার্ড কল্যাণ স্বেচ্ছাসেবক ও অতিথিদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সানফ্লায়ার কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান।
পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন আয়োজিত একাডেমি মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।