চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভায় দীর্ঘ ২৪ মাস পর ২৭ এপ্রিল ২০২১ ও ১৪ রমজান মঙ্গল বার বেতন ও আসন্ন ঈদ-উল-ফিতরের বোনাস পেতে চলেছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার নবনিযুক্ত নৌকার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম চলতি বছরের মার্চ মাসের বেতন ও আসন্ন ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বোনাস প্রদানের চেক স্বাক্ষর করেন। এই প্রসঙ্গে স্বাধীনতার পর শিবগঞ্জ পৌরসভার নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত নৌকার মেয়র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জনাব সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ২৫ বছরের পিছিয়ে পড়া পৌরসভাকে আমি নিজের সাধ্যমতো চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করতে। ইতোমধ্যে পৌরসভার জন্ম লগ্ন থেকে তথা ২৫ বছরে পৌরসভার জনগণ বিগত মেয়রগণের আমলে উন্নয়ন বঞ্চিত হয়েছিল তাদের দূর্ণীতির কারণে সেখান থেকে জনগণকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে দূর্ণীতি মূক্ত পৌরসভা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত ৯/১০টা পর্যন্ত। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকেই দূর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নানা রকম উন্নয়ন পরিকল্পনা করে কাজ শুরু করেছেন। কিন্তু সদ্য বিদায়ী দূর্নীতিবাজ মেয়র রাজিন বিগত বছরগুলোতে প্রায় ১৫কোটি টাকা দেনা সহ প্রায় ২৪ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠে ও তাদের মনে ক্ষোভের জন্ম নেয় এবং মানবেতর জীবন যাপন করে। শিবগঞ্জের স্বনামধন্য সৈয়দ পরিবারের কৃতি সন্তান নতুন মেয়র মনিরুল পৌরসভার দায়িত্ব গ্রহণ করার এক মাস পূর্ণ হলে আসন্ন ঈদ-ঊল-ফিতরের বোনাস সহ মার্চ মাসের বেতন ভাতার চেক কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে প্রদানের জন্য স্বাক্ষর সম্পন্ন করেন। আগামী কাল থেকে তারা নিজেদের বেতন ও বোনাস নিজ নিজ ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। উল্লেখ্য এটি নতুন মেয়রের নির্বাচনী ইস্তেহারে সুস্পষ্ট ভাবে উল্লেখ ছিল। এর আগে গত ১৩ মার্চ’২০২১ তারিখ তিনি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান করেন।