বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে ৮ হাজার ২৫৫ জন কৃষক পাচ্ছেন সরিষা, গম, ভুট্টা, খেসারি, অড়হর, শীতকালীন পেঁয়াজ, মসুর বীজসহ রাসায়নিক সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বারঘরিয়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যের এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার ৫০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ১ হাজার ৮০০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৩৮০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার; ৮০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদামের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৯০ জন কৃষককে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ২৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; ১৫৫ জন কৃষককে ৮ কেজি করে খেসারির বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।